Skip to content

একাদশ শ্রেণির “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন । প্রথম পর্ব

  • by
/18

একাদশ শ্রেণির “বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো” থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1

Fill The Details Before Start The Test.

1 / 18

কোথা থেকে আসা চিঠিতে কোনো তাড়া দেখা গেল না ?

2 / 18

“সে আবার জীবনমৃত্যুর সব গলিখুঁজিরই হদিশ রাখে ;” – কে ?

3 / 18

মরা কাঁকড়াগুলিকে পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল , কারণ

4 / 18

দেবদূত যখন ওড়বার চেষ্টা করছিল , এলিসেন্দা তখন রান্নাঘরে কী করছিল ?

5 / 18

পাদ্রে গোনসাগা কী বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন ?

6 / 18

মাকড়সা মেয়েটি কোথায় যাবে বলে বাড়িতে কিছু না-জানিয়ে বেরিয়েছিল ?

7 / 18

একটিই ছাই-ধূসর বস্তু হয়ে উঠেছিল

8 / 18

“আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল” – কোথায় ?

9 / 18

একটি মেয়ে তার বাবা-মার কথার অবাধ্য হয়েছিল বলে , সে কী হয়ে গিয়েছিল ?

10 / 18

যাজনপল্লির পুরুতটির সম্ভাষণে বুড়ো প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কিছু বলার পর পুরুতটির কী মনে হয়েছিল ?

11 / 18

বুড়োকে দেখে সারা জগতের পূরপিতা নাম দেওয়া উচিত বলে কে ভেবেছিল ?

12 / 18

“পরের দিনই সবাই জেনে গেল” – কী জেনে গেল ?

13 / 18

কী খেয়ে মাকড়সা মেয়েটি বেঁচে আছে ?

14 / 18

পেলাইও আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছাল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক , কারণ

15 / 18

প্রথমদিকে ফরিশতাকে কী খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল ?

16 / 18

বুড়োর গা থেকে বেরুচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ আর তার ডানাগুলির পেছন দিকে গজিয়েছে নানারকম

17 / 18

“দেবদূত এখন এখানে-সেখানে ঘুরে বেড়ায়……” – কারণ

18 / 18

ওদের পড়োশিনির মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি , কারণ

Your score is

0%

You cannot copy content of this page