/18 একাদশ শ্রেণির “দ্বীপান্তরের বন্দিনী” কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 2 Fill The Details Before Start The Test. 1 / 18 “বেজেছে বাণীর সেতারে আজ ?” – কী বাজার কথা বলা হয়েছে ? মরণের ডঙ্কা বিদ্রোহীর জয়শঙ্খ বিধির বেতার-মন্ত্র পাঞ্চজন্য শাঁখ 2 / 18 আইন কার শাসক ? পুণ্যেও সত্যের ন্যায়ের মিথ্যার 3 / 18 “ভানিছে ধান ,” – কে ধান ভানে ? ন্যায়ের শাসক শৌখিন পূজারি বন্দি বাণী বন্দি সত্য 4 / 18 “হানে অগ্নি-শেল ,” – কাকে ? বিদ্রোহীকে ব্যাঘ্রকে কয়েদিকে সিংহকে 5 / 18 “উঠেছে বাণীর শিশমহল ?” – ‘বাণীর শিশমহল’ কোথায় উঠবে ? সাত সমুদ্র তেরো নদীর পারে কামান গোলার সিসা স্তূপে কামান গোলার লোহা স্তূপে দ্বীপান্তরের আন্দামানে 6 / 18 ‘দ্বীপান্তরের বন্দিনী’ কবিতায় শাঁখের প্রসঙ্গ আছে কতবার ? তিনবার চারবার পাঁচবার দুইবার 7 / 18 “রক্ত সোঁদল খুন-খারাব” – কীসে ‘শুভ্র’ হল বলে কবি জানতে চেয়েছেন ? বিদ্রোহবাণীতে শান্তি-জলে পাঞ্চজন্য শাঁখে শান্তি-শুচিতে 8 / 18 “কাহারে দাও অঞ্জলি ?” – প্রশ্নটি কাকে জিজ্ঞাসা করা হয়েছে ? বিদ্রোহীকে বাণীর সত্যকে পূজারিকে দেশনায়ককে 9 / 18 “রাখে পিঞ্জরে” – কাকে ‘পিঞ্জরে’ রাখে ? কয়েদিকে শাসনকে বিদ্রোহীকে সিংহকে 10 / 18 রৌপ্য পঙ্ক কোথায় আছে ? রক্ষপুরীতে লক্ষ্মীপুরীতে যক্ষপুরীতে বিলাসপুরীতে 11 / 18 ‘শঙ্খারাব’ বলতে বোঝায় ? শঙ্খের আরব শঙ্খধ্বনি আরবের শঙ্খ শঙ্খ ও আরব 12 / 18 “ঢাল’ অঞ্জলি ,/ বাজাও পাঞ্চজন্য শাঁখ !” – কেন শাঁখ বাজাবে ? কারণ পরাধীন দেশে শাঁখ বাজানোর রীতি আছে কারণ পুজোর সময় হয়েছে কারণ পাঞ্চজন্য শাঁখ অঞ্জলি ঢেকে বাজাতে হয় কারণ দ্বীপান্তরের ঘানিতে যুগান্তর ঘটে গিয়েছে 13 / 18 “বাজাও পাঞ্চজন্য” – ‘পাঞ্চজন্য’ কী ? নারদের বীণা কৃষ্ণের বাঁশি কৃষ্ণের শাঁখ অর্জুনের শাঁখ 14 / 18 “সত্য বলিলে বন্দী হই” – কেন ? সান্ত্রী সত্যবাদীকে বন্দি করে ভারতে মুক্ত ভারতী নেই বন্দিরা সত্য কথা বলে থাকে সত্য বলা পাপ 15 / 18 “কে জানিত কাল” – কালকে কোন ব্যাপারটি জানা ছিল না ? বেতার-সেতার বাজবে বীণা খাবে গুলি রণবাদ্য বেজে উঠবে মুক্ত শতদল বন্দি হবে 16 / 18 ‘মুক্ত ভারতী’ বলতে কবি কী বোঝান ? স্বাধীনতা স্বাধীন মানুষ স্বাধীন বাণী স্বাধীন ভারত 17 / 18 “মন্ত্রী যেখানে সান্ত্রী বসায়ে” – কী কাটছে ? রূপের কমল বীণার তন্ত্রী রূপের শতদল বাণীর শতদল 18 / 18 “বাণী-পূজা-উপাচার” কে বয়ে আনবে ? বিদ্রোহী ঋত্বিক পূজারি পুরোহিত Your score is 0%