/18 123456789101112131415161718 একাদশ শ্রেণির “গালিলিও” প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন- SET 1 Fill The Details Before Start The Test. 1 / 18 1) প্রথম জীবনে গ্যালিলিয়োকে অর্থকষ্টে ভুগতে হয়েছিল কেন ? a. তিনি আশানুরূপ বেতন পেতেন না b. তাঁর পিতা তাঁকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন c. তিনি কর্মস্থান থেকে বিতড়িত হন d. তিনি অর্থোপার্জনে মনোযোগী ছিলেন না 2 / 18 2) কোপার্নিকাসের মতবাদ অভ্রান্ত বলে মনে করলেন a. সনাতনপন্থীরা b. গ্যালিলিয়ো c. পোপ d. ডোমিনিকানরা 3 / 18 3) মাইকেল অ্যাঞ্জেলো কোথাকার রাজদরবারে কলাবিদ হয়েছিলেন ? a. ভেনিসের b. থাইল্যান্ডের c. ফ্লোরেন্সের d. পোল্যান্ডের 4 / 18 4) “ভেনিস-এ কর্তৃপক্ষের কাছে তাঁর কদর বেড়ে গেল।” – কারণ a. শত্রুর হাত থেকে ভেনিসকে বাঁচাতে গ্যালিলিয়োর দূরবিনের প্রয়োজন ছিল b. গ্যালিলিয়োর আবিষ্কার ভেনিসকে এক ধনী রাষ্ট্রে পরিণত করল c. ভেনিসের উন্নতির জন্য গ্যালিলিয়ো অর্থসাহায্য করেছিলেন d. ভেনিসের শত্রুপক্ষেরও দূরবিনের জন্য তাঁর মুখাপেক্ষী হতে হল 5 / 18 5) গ্যালিলিয়োকে নজরবন্দি করে রাখা হয়েছিল a. সিয়েনাতে b. ভেনিসে c. পোল্যান্ডে d. রোমে 6 / 18 6) গ্যালিলিয়ো কোন ব্যাপারে পরামর্শদাতা হয়ে উঠেছিলেন ? a. বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে b. বিশ্বসমীক্ষার ব্যাপারে c. দেশরক্ষার ব্যাপারে d. পরিবারের ব্যাপারে 7 / 18 7) গ্যালিলিয়োকে বোঝানোর ভার দেওয়া হয় a. অ্যারিস্টটলের ওপর b. ডিউক-এর ওপর c. ধর্মযাজকদের ওপর d. কার্ডিনাল বেলারিমিনের ওপর 8 / 18 8) তাসকানির বৃদ্ধ ডিউক মারা গেলেন a. ১৬০৪ খ্রিস্টাব্দে b. ১৬০৬ খ্রিস্টাব্দে c. ১৬০৯ খ্রিস্টাব্দে d. ১৬০৮ খ্রিস্টাব্দে 9 / 18 9) গ্যালিলিয়ো জন্মেছিলেন a. ১৫৬৪ খ্রিস্টাব্দে b. ১৫৬২ খ্রিস্টাব্দে c. ১৪৬৫ খ্রিস্টাব্দে d. ১৫৭০ খ্রিস্টাব্দে 10 / 18 10) ‘ইনকুইজিশন’ হল a. পবিত্র আদালত b. বিশেষ পদ্ধতি c. একটি মতবাদ d. একটি আইন 11 / 18 11) ‘গালিলিও’ প্রবন্ধটির রচয়িতা হলেন a. সত্যেন্দ্রনাথ বসু b. নরেন্দ্রনাথ মিত্র c. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর d. আচার্য প্রফুল্লচন্দ্র রায় 12 / 18 12) পিসা বিশ্ববিদ্যালয়ে গ্যালিলিয়ো গিয়েছিলেন a. ডাক্তারি পড়তে b. ন্যায়শাস্ত্র পড়তে c. গণিতশাস্ত্র পড়তে d. দর্শনশাস্ত্র পড়তে 13 / 18 13) গ্যালিলিয়োকে কত বছর ধরে প্রতি সপ্তাহে অনুতাপসূচক প্রার্থনা করতে হবে বলে আদেশ দেওয়া হল ? a. দু-বছর b. তিনবছর c. চারবছর d. পাঁচবছর 14 / 18 14) সভাপন্ডিতের কাছে শুরু হল গ্যালিলিয়োর a. ডাক্তারি অধ্যয়ন b. দর্শন অধ্যয়ন c. গণিত ও পদার্থবিদ্যা অধ্যয়ন d. রসায়নবিদ্যা অধ্যয়ন 15 / 18 15) গ্যালিলিয়ো ১৬১০ সালে ভেনিস ছেড়ে তাসকানি চলে গেলেন কেন ? a. গ্যালিলিয়োর পিতা অসুস্থ ছিলেন b. গ্যালিলিয়ো তাসকানির শাসক হয়েছিলেন c. গ্যালিলিয়োকে মঠ থেকে বিতাড়িত করা হয়েছিল d. নতুন ডিউক প্রচুর অর্থসম্পদ দিয়ে গ্যালিলিয়োকে রাজপন্ডিত পদে নিয়োগ করেছিলেন 16 / 18 16) গ্যালিলিয়ো জন্মগ্রহণ করেছিলেন a. ভেনিসে b. পিসাতে c. ফ্লোরেন্সে d. পাড়ুয়াতে 17 / 18 17) তেরো বছর বয়সে গ্যালিলিয়ো কোন মঠে কী নিয়ে পড়াশোনা শুরু করলেন ? a. রামকৃষ্ণ মিশনে ধর্ম ও অর্থনীতি নিয়ে b. বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে সাহিত্য , ন্যায় ও ধর্মশাস্ত্র নিয়ে c. ক্যাথিডাল চার্চে ধর্ম ও সাহিত্য নিয়ে d. রেডক্রসে চিকিৎসাশাস্ত্র ও বিজ্ঞান নিয়ে 18 / 18 18) গ্যালিলিয়ো শেষ নিশ্বাস ত্যাগ করেন a. ১৬৪১ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি b. ১৬৪২ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি c. ১৬৪২ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি d. ১৬৪০ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি Your score is The average score is 57% 0%