/18 উচ্চমাধ্যমিকের “ভারতবর্ষ” গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 18 বুড়ি চা-দোকান থেকে কোথায় গিয়েছিল ? পাশের জঙ্গলে বাঁকের মুখে বটতলায় পাশের রিকশাস্ট্যান্ডে মিষ্টির দোকানে 2 / 18 থুত্থুরে ভিখিরি বুড়ির গায়ে জড়ানো – নোংরা চাদর চিটচিটে তুলোর কম্বল ছেঁড়া কাপড় দামি শাল 3 / 18 “একসময় দাগি ডাকাত ছিল” – কে একসময় ‘দাগি ডাকাত’ ছিল ? ফজুল সেখ নিবারণ বাগদি ফজুল সেখ করিম ফরাজি 4 / 18 “তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামল।” চায়ের দাম মেটানোর পয়সা বুড়ি কোথা থেকে বের করেছিল ? পয়সার ব্যাগ থেকে কাপড়ের আঁচল থেকে কম্বলের ভিতর থেকে পেটকাপড় থেকে 5 / 18 বাজারে পোশাকের দোকান ছিল – একটি তিনটি পাঁচটি ছয়টি 6 / 18 “বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে পেঁচার ডাকও” কী বলে মনে হয় ? ভয়ের প্রতীক প্রকৃতির ডাক পাখির কূজন স্তব্ধতার অন্তর্গত 7 / 18 রাত ন-টার পর বাজারে রাস্তার পিচের উপর ঘোরাফেরা করে – বিড়ালের ছায়া আড্ডাবাজদের ছায়া নেড়িকুত্তার ছায়া বিড়ালের ছায়া 8 / 18 বুড়ির হাতে কী ছিল ? খাবার ব্যাগ বেঁটে লাঠি শাল 9 / 18 বাজারের উত্তর দিকে আছে ? বিশাল মাঠ বিশাল গাছ বিশাল নদী বিশাল পুকুর 10 / 18 “এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে।” – মন্তব্যের জবাবে বুড়ির উক্তি – তোমাদের কত্তাবাবা টাট্টু তোমরাই এক একটি টাট্টু টাট্টু তোরা টাট্টু তোদের চোদ্দো পুরুষ। 11 / 18 “বৃষ্টিতে তা হল ধারালো।” – কী ধারালো হল ? রাঢ়বাংলার শীত নদীর স্রোত হাওয়ার বেগ লোকের মেজাজ 12 / 18 “চাষাভুসো মানুষেরা চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতিক্ষা করতে থাকল রোদে ঝলমল একটা দিন এবং মুণ্ডপাত করতে থাকল” – কীসের ? ফাঁপির ডাওরের আল্লা-ভগবানের প্রকৃতির 13 / 18 বুড়ি মরে গেছে জেনে চৌকিদার তার কী বন্দোবস্তের বিধান দিয়েছিল ? নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিল থানায় যেতে বলেছিল নদীর চড়ায় পুঁতে দিতে বলেছিল ভাগাড়ে ফেলে দিতে বলেছিল 14 / 18 বুড়ির মড়াকে উঠে বসতে দেখে চৌকিদার কী বলেছিল ? বুড়ির ভুত বুড়ি ভুত হয়ে গেছে বুড়িমা ! তুমি মরনি ওরে , বাপ্ রে ! 15 / 18 গল্পে যে বাদলার প্রসঙ্গ আছে তা কোন দিন লেগেছিল ? মঙ্গল সোম বৃহস্পতি বুধ 16 / 18 “তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য।” – দৃশ্যটি কী ? মড়াটা উঠে দাঁড়িয়েছে বুড়ির মড়াটা নড়ছে মড়ার চোখে জল মড়া উঠে বসেছে 17 / 18 ‘একজন নারীও দেখল,’ বুড়ির ঠাণ্ডা দেহে একজন নাড়ি দেখে কী বুঝল বরফ ঠাণ্ডা দেহ শরীর সিঁটিয়ে গেছে নাড়ি নেই কোনো স্পন্দন নেই 18 / 18 “পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরোনো ‘বচন’ আছে।” – বচনটি হল শনিতে সাত , মঙ্গলে পাঁচ , বুধে তিন মঙ্গলে সাত , শনিতে তিন , বুধে পাঁচ শনিতে তিন , মঙ্গলে পাঁচ , বুধে সাত শনিতে পাঁচ , মঙ্গলে তিন , বুধে সাত Your score is 0%