123456789101112131415161718 উচ্চমাধ্যমিকের “নানা রঙের দিন” নাটক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন Fill The Details Before Start The Test. 1 / 18 1) “মিছে কথা বলব না।” – কারণ – a. রজনীকান্ত সৎ মানুষ b. রজনীকান্ত ধনী মানুষ c. রজনীকান্ত বামুন মানুষ d. রজনীকান্ত বুড়ো মানুষ 2 / 18 2) দর্শক তাঁকে খাতির করলেও রজনীকান্ত আর দর্শকদের বিশ্বাস করেন না কারণ – a. দর্শকদের সবাই অভিনেতাকে স্টেজেই সম্মান দেন-তারপরে আর নয় b. অভিনেতার সঙ্গে কেউ নিজের পরিবারের বৈবাহিক সম্পর্ক স্থাপনে ইচ্ছুক নয় c. সামাজিক জীবনে অভিনেতার তেমন কদর নেই d. উপরের সবকটি কারণই সত্য 3 / 18 3) “স্বর্গ , মর্ত্যে নেমে আসুক।” – কীভাবে স্বর্গ মর্ত্যে নেমে আসবে বলে সুজা মনে করেছেন ? – a. পিয়ারাবানুর সৌন্দর্যের বিচ্ছুরণে b. পিয়ারাবানুর মধুর হাসির মহিমায় c. উপরোক্ত সবকটি কারণে d. পিয়ারাবানুর অপরূপ সঙ্গীতের মূর্ছনায় 4 / 18 4) “এ বয়সে তা বুঝতে পারবে না।” – কী বোঝার কথা বলা হয়েছে ? – a. রাজনীতি বড়ো ইতিহাস নির্ভর b. রাজনীতি বড়ো বিচিত্র c. রাজনীতি বড়োই গোলমেলে d. রাজনীতি বড়ো কূট 5 / 18 5) রজনীকান্তকে প্রেয়সী বিবাহের প্রস্তাবে কী জানিয়েছিল ? – a. তার বাবা বিবাহ দিতে ইচ্ছুক নয় b. রজনীকান্তকে বিবাহ করতে সে প্রস্তুত নয় c. রজনীকান্তকে অনেক বেশি রোজগার করতে হবে d. বিবাহের আগে রজনীকান্তকে থিয়েটার ছাড়তে হবে 6 / 18 6) “অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হত” – মেয়েটি সম্পর্কে কী মনে হত ? – a. সে যেন চেনা মনের মাধুরী b. সে যেন কোনো অচেনা দিনের আলো c. সে যেন পশ্চিম আকাশের আগুন d. সে যেন প্রস্ফুটিত গোলাপ 7 / 18 7) রামব্রিজকে রজনীবাবু কত টাকা বকশিশ দিয়েছিলেন ? – a. এক টাকা b. তিন টাকা c. চার টাকা d. দুই টাকা 8 / 18 8) “আস্তে আস্তে বয়স বাড়ল” – রজনীকান্ত তার জীবনে এর কোন প্রভাব অনুভব করলেন ? – a. নতুন চরিত্রকে বোঝার ক্ষমতা কমে গেল b. তার গলার কাজ নষ্ট হয়ে গেল c. অভিনয়ের দক্ষতা ম্লান হল d. উপরের সবকটি সত্য 9 / 18 9) “তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন” – কখন তারা বলেছেন ? – a. যখন রজনীকান্ত বাসে চড়েছেন b. যখন রজনীকান্ত বই পড়েছেন c. যখন রজনীকান্ত স্টেজে নেমেছেন d. যখন রজনীকান্ত রাস্তায় নেমেছেন 10 / 18 10) থিয়েটারের মঞ্চটি ফাঁকা ছিল কারণ – a. অভিনয় তখনও শুরু হয়নি b. সবাই অভিনয় শেষে চলে গিয়েছিল c. সেদিন অভিনয় ছিল না d. রজনীবাবু একা থাকতে চান 11 / 18 11) “বাঃ বাঃ বুঢঢা ! আচ্ছাহি কিয়া !” – এই ‘বুঢঢা’ হল – a. রামব্রিজ b. কালীনাথ সেন c. রজনীকান্ত চট্টোপাধ্যায় d. শাজাহান 12 / 18 12) “একটুও ভালো লাগে না বাড়িতে !” – বাড়ি রজনীকান্তের ভালো না লাগার কারণ – a. রজনীবাবুর একান্ত আপনজন বলতে কেউ নেই , যাদের সাহচর্যে দুটো কথা বলে শান্তি পেতে পারেন b. রজনীবাবুর বাড়িতে এখন কেউ নেই c. রজনীবাবু একক জীবনযাপন করেন d. বাড়ির সকলের সঙ্গে রজনীবাবুর মনোমালিন্য 13 / 18 13) ‘নানা রঙের দিন’ নাটকটিতে চরিত্র আছে – a. পাঁচটি b. দুটি c. একটি d. তিনটি 14 / 18 14) “চুপ করে আমার দিকে তাকিয়ে আছে ,” – কী চুপ করে রজনীকান্তের দিকে তাকিয়ে আছে ? – a. রজনীকান্তের জীবনের পঁয়ষট্টিটা বছর b. রজনীকান্তের জীবনের ব্যর্থতা c. রজনীকান্তের জীবনের করুণ ইতিহাস d. রজনীকান্তের জীবনের আটষট্টিটা বছর 15 / 18 15) “একদিন একটা মেয়ে থিয়েটার দেখে” – রজনীকান্তের থিয়েটার দেখে মেয়েটির কী প্রতিক্রিয়া হয়েছিল ? – a. রজনীকান্তের প্রেমে পড়ল b. রজনীকান্তের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল c. রজনীকান্তকে অভিবাদন জানিয়ে গেল d. দর্শক আসনে চোখের জল ফেলল 16 / 18 16) সেদিন রজনীবাবু অভিনয় করছিলেন – a. সাজাহান চরিত্রে b. ঔরঙ্গজীব চরিত্রে c. মিরজুমলা চরিত্রে d. দিলদার চরিত্রে 17 / 18 17) ‘নানা রঙের দিন’ নাটকে প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল প্রায় – a. ৬০ বছর b. ৫৫ বছর c. ৬৮ বছর d. ৬৫বছর 18 / 18 18) “এক-পা এক-পা করে এগিয়ে চলেছে” – কীসের দিকে এগিয়ে চলেছে ? – a. উঠোনের দিকে b. বাড়ির দিকে c. রাস্তার দিকে d. মৃত্যুর দিকে Your score is 0%